Tourism

আড়িয়াল বিলে ধান ঘরে তোলার মহোৎসব

আড়িয়াল বিলে ধান ঘরে তোলার মহোৎসব

মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে চলছে ধান ঘরে তোলার মহোৎসব। নতুন ধানের ঘ্রাণ পুরো এলাকা জুড়ে। হাসি-আনন্দে কাজ করছেন কৃষকরা। বইছে ধান ঘরে তোলার আনন্দের জোয়ার। কষ্টও কমেছে অনেকটা কৃষকদের, কেননা প্রযুক্তির ছোঁয়ায় খুব সহজেই হচ্ছে সব কাজ। তবে ভোগান্তি বিল থেকে ধান ঘরে নিয়ে যাওয়া নিয়ে। নৌ কিংবা সড়কপথে যোগাযোগের কোনো রাস্তা না থাকায় যুক্ত হচ্ছে বাড়তি দুঃশ্চিন্তা। নিয়ে ক্ষোভও ঝাড়ছেন কৃষকরা।

সরেজমিনে দেখা যায়, শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে কৃষকের সোনার ধান ঘরে উঠছে প্রযুক্তির ছোঁয়ায়। মাড়াই ঝাড়াই চলছে কমবাইন্ড হারভেস্টারে। বিলের চারিদিকে ধানের খোলা। নতুন ধানের ঘ্রাণ পুরো এলাকায়। বৃষ্টি না হওয়া যেন কৃষকদের আর্শীবাদ এখানে। তাই বৃষ্টির আগেই বিলের পাকা এই ধান ঘরে তুলতে ভীষণ ব্যস্ততা।

ধানের এবার বাম্পার ফলন হয়েছে। লাভের মাত্রাও বেশ ভালো। প্রতিমণ ধান উৎপাদনে খরচ হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকা, আর জমি থেকে তুলেই তা বিক্রি করতে পারছেন ৯৫০ থেকে হাজার টাকায়। তবে আরও সুফল পেতে বিলের খাল খনন এবং পদ্মার সঙ্গে বিলের পানি প্রবাহ চালু সড়ক সংস্কারের দাবি তাদের।

আড়িয়াল বিল এলাকার কৃষক সালাম বলেন, ‘শুকনা মৌসুমে বৃষ্টি না হলে একটা খালের পানি দিয়ে বিশাল বিলে সেচ দেয়া কঠিন হয়ে পড়ে। সুতরাং খালটি আরও গভীর করা প্রয়োজন। তাহলে ফলন আরও ভালো হবে।

আড়িয়াল বিলের ধান চাষি বারেক মিয়া জানান, এবার তিনি হেক্টর জমিতে ধান রোপণ করেছেন। এখন পাকা ধান কাটছেন। তবে ঘরে বা আঙিনায় ধান নিয়ে যাওয়াতে বিপাকে পড়েছেন তিনি। 

একই কথা জানালেন আড়িয়াল বিলের আলমপুরের কৃষক আলম চাঁন মুন্সী লস্কপুরের মহসিন ঢালী।

শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মহসিনা জাহান তোরণ বলেন, আমরা বছর আড়িয়াল বিলের বিভিন্ন জায়গায় ক্রপ কাটিং করে যে ফল পেয়েছি তা সন্তোষজনক। বিল থেকে এবার ২০ থেকে ২২ হাজার টন চাল জাতীয় খাদ্যভাণ্ডারে যোগ হবে। কৃষকরা যে সমস্যা গুলোর কথা বলছেন তা সমাধানের চেষ্টা করব আমরা, যাতে আগামী বছর এর চাইতে ভালো কিছু জাতীয় অর্থনীতিতে যোগ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, প্রযুক্তির ছোঁয়াতে এবার স্বস্তিতে ধান কাটছেন কৃষকরা। কৃষি মন্ত্রণালয়ের কম্বাইন্ড হারভেস্টার রয়েছে। এতে করে তারা খুব মাঠ থেকে ধান কেটে নিরাপদে নিয়ে আসতে পারছেন। যোগাযোগহীনতার ব্যাপারে তাদের যে অভিযোগ তা পর্যালোচনা করে দেখে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে।