Tourism

নেই সংযোগ সড়ক, পড়ে আছে সাড়ে ৬ কোটি টাকার সেতু

নেই সংযোগ সড়ক, পড়ে আছে সাড়ে ৬ কোটি টাকার সেতু

খুলনার ডুমুরিয়া উপজেলার উলা এলাকার ভদ্রা নদীর ওপর সেতু নির্মাণ শেষ হলেও জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক নির্মাণ। নতুন সেতু এক বছর ধরে অব্যবহৃত পড়ে রয়েছে। বিকল্প যাতায়াত ব্যবস্থা নাজুক হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, নদীর উপর নির্মাণ করা হয়েছে পাকা সেতু। তবে, সংযোগ সড়ক না থাকায় ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। ২০১৮ সালে খুলনার ডুমুরিয়া উপজেলার উলা গজেন্দ্রপুর গ্রাম সংলগ্ন ভদ্রা নদীর উপর ৮৪ মিটার সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সময় বাড়িয়ে ২০২৩ সালের জুনে শেষ হয় এর কাজ। এর আগে ২০২২ সালে সেতুর সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণের অর্থ-বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। তবে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থছাড় না পাওয়ায় বন্ধ রয়েছে কাজ।

এলাকাবাসী বলছেন, সেতু ঘিরে একটি ডিগ্রি কলেজ, দুটি মাধ্যমিক তিনটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা, দুটি হাট-বাজার, দুটি ইউনিয়ন ভূমি অফিস একটি পুলিশ ক্যাম্প রয়েছে। সংযোগ সড়ক না থাকায় বাধ্য হয়ে সেতুর পাশের পুরাতন সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ স্থানীয়রা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায়। ভোগান্তি নিরসনে দ্রুত কাজ শেষ করার দাবি তাদের।

সেতুটি নির্মাণে কোটি ৪৬ লাখ টাকা ব্যয় হয়েছে জানিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর খুলনার নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম সরদার বলেন, জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।