সিলেটে ভারত সীমান্তের পাশে নদীর পাড় থেকে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ উদ্ধার
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় সীমান্তের পাশে নদীর পাড় থেকে বাংলাদেশি ১ তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। জায়গাটি টিপরাখাল-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান।
বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৮৬-১২৮৭ নম্বর পিলারের কাছে নয়াগাঙ নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজনের দাবি, ভারতের খাসিয়াদের গুলিতে ওই তরুণ নিহত হয়েছেন। তবে ওই তরুণ কার গুলিতে নিহত হয়েছেন, পুলিশ সেটি নিশ্চিত করে জানাতে পারেনি।
নিহত ওই তরুণের নাম জমির আহমদ । তিনি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
লাশের বুকে ও পিঠে কয়েকটি ছররা গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, নিহত তরুণের বুক ও পিঠে ছররা গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, কার গুলিতে জমির আহমদ নামের ওই তরুণ নিহত হয়েছেন, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পরবর্তী তদন্তের পর বিষয়টি জানা যাবে।