Tourism

বৈরুতের লেবানিজ বিশ্ববিদ্যালয়ের কাছে ইসরায়েলের বিমান হামলা

বৈরুতের লেবানিজ বিশ্ববিদ্যালয়ের কাছে ইসরায়েলের বিমান হামলা

লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, বৈরুতের লেবানিজ বিশ্ববিদ্যালয় দক্ষিণ শহরতলীর বুর্জ আল-বারাজনেহ এলাকার কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

লেবানিজ বিশ্ববিদ্যালয় সরকারি অর্থায়নে পরিচালিত দেশটির একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়।

এছাড়া ইসরায়েলি বিমান বৈরুতের আল-জামুস এলাকাতেও আঘাত হেনেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই কথা বলা হয়েছে।

এনএএ-কে উদ্ধৃত করে আল-জাজিরা জানায়, হামলার আগে ইসরায়েলের আরবি ভাষার সামরিক মুখপাত্র আভিচে আদ্রাই যেসব এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন, সেই তালিকায় আল-জামুসের নাম ছিল না।

এনএএ বলছে, গোটা বৈরুত ক্ষেপনাস্ত্র হামলার শব্দে কেঁপে উঠছে। আগুনের শিখা ঘন কালো ধোঁয়া বৈরুত শহরের বেশ কিছু অংশ ঢেকে দিয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত তিন হাজার ১১৭ জন নিহত ১৩ হাজার ৮৮৮ জন আহত হয়েছেন।

আরও পড়ুন