টরন্টোয় উড়োজাহাজ দুর্ঘটনায় আহত ১৮ জন, তদন্ত শুরু

কানাডা : দেশটির টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় ১৮ জন আহত হয়েছেন, যার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস সেন্ট পল্স আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের সময় রানওয়েতে উল্টে গিয়ে আগুন ধরে যায়।
উড়োজাহাজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, অবতরণের আগে তুষারঝড়ের কারণে বরফে ঢেকে যায় বিমানবন্দর। নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে আছড়ে পড়ে উড়োজাহাজটি। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে উল্টে যায়। চারদিক কালো ধোঁয়ায় ভরে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরা।
উড়োজাহাজটিতে ৭৬ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পর আরোহীরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হলেও ১৮ জনকে আহত অবস্থায় টরন্টোর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টরন্টো বিমানবন্দর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ডেবোরাহ ফ্লিন্ট বলেছেন, ‘ঘটনায় অন্য কোনও উড়োজাহাজ জড়িত ছিল না। আপৎকালীন অবস্থায় বিমানবন্দরের কর্মীরা যে ভাবে উড়োজাহাজে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন তাতে তাঁদের বীরত্বের পরিচয় পাওয়া যায়। উড়োজাহাজটি আছড়ে পড়ার কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা যাত্রীদের দ্রুত সরিয়ে নিয়েছিলেন। কয়েক জন যাত্রী ইতিমধ্যেই তাঁদের পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন।’
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, দুর্ঘটনার পর অন্তত ২ ঘণ্টার জন্য উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছিল। ২ ঘণ্টা পর উড়োজাহাজ চলাচল শুরু হলেও বহুক্ষণ তা স্বাভাবিক হয়নি। কেন এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে বলে উড়োজাহাজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি মিতসুবিশি কোম্পানির তৈরি CRJ-900LR মডেলের ছিল, যার উভয় ডানা ও লেজ পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।