Tourism

রেকর্ড আয়ে সেরা দশের তালিকায় ‘লিও’

রেকর্ড আয়ে সেরা দশের তালিকায় ‘লিও’

মুক্তি পেয়েছে ভারতের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘লিও’। লোকেশ কানাগারাজ পরিচালিত ও বিজয় থালাপতি অভিনীত সিনেমাটি প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও মুক্তির পর সিনেমাহলে দুর্দান্ত দাঁপট দেখিয়েই শুরু করেছে যাত্রা। প্রথমদিন ভারতে ৬৪ কোটি রুপি আয়ের পাশাপাশি বিশ্বব্যাপী ১৪০ কোটির বেশি আয় করে নিয়েছে বিজয়ের লিও। এর মাধ্যমে বেশ কিছু রেকর্ড ভেঙে একাকার করে দিয়েছেন বিজয়।

ব্লকবাস্টার ‘মাস্টার’-এর পরে লোকেশ কানাগরাজের সাথে বিজয়ের দ্বিতীয় সিনেমা এটি। ভারতীয় বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের মতে, ‘লিও’ ভারতে প্রথম দিনে সমস্ত ভাষায় ৬৪ কোটি রুপি নেট আয় করেছে।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের মতে, ‘লিও’ বিশ্বব্যাপী যেকোনো ভারতীয় চলচ্চিত্রের জন্য অষ্টম-সর্বোচ্চ উদ্বোধনী রেকর্ড করেছে। বিশ্বব্যাপী সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ডে ভারতীয় সিনেমার শীর্ষে রয়েছে রাজামৌলির ‘আরআরাআর’।

তারপরে ‘বাহুবলি ২’ ও তৃতীয় স্থানে ‘কেজিএফ : চ্যাপ্টার ২’। এমনকি শাহরুখ খানের ২০২৩ সালের ব্লকবাস্টার পাঠানের উদ্বোধনী রেকর্ডও ভেঙেছে লিও।

মনোবালা বিজয়বালনের টুইট অনুসারে, সর্বাধিক উদ্বোধনী চলচ্চিত্রের তালিকায় ২৫৭.১৫ কোটি আয় নিয়ে শীর্ষ  ‘আরআরআর’। এরপর ২১৭.৫২ কোটি আয়ে দ্বিতীয় স্থানে ‘বাহুবলি ২’ এবং ১৬৫.৩৭ কোটি আয়ে তৃতীয় স্থানে ‘কেজিএফ : চ্যাপ্টার ২’।

প্রভাসের আদিপুরুষের উদ্বোধনী আয় ১৩৬.৮৪ কোটি, প্রভাসের ‘সাহো’র আয় ১২৮.৪১ কোটি, শাহরুখ খানের ‘জওয়ান’ ১২৫.০৫ কোটি এবং রজনীকান্তের ‘২.০’ ১১৭.২৪ কোটি। এরপরই জায়গা করে নিয়েছে বিজয়ের ‘লিও’। মুক্তির প্রথম দিন ১১৫.৯০ কোটি আয় করেছে সিনেমাটি।

তালিকায় লিও’র পড়ে রয়েছে শাহরুখের ‘পাঠান’ যার আয় ১০৬.১৪ কোটি। দশম স্থানে রয়েছে রজনীকান্তের ‘কাবালি’, যার আয় ১০৫.৭০ কোটি রুপি।

মনোবালার এই তালিকাটি সিনেমাগুলোর নেট আয়ের উপরে ভিত্তি করে তৈরি। আইএমডিবির তালিকায় বিজয়ের ‘লিও’ ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী উদ্বোধনী দিনে ১৪০ কোটির বেশি আয় নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

তামিল সুপারস্টার বিজয়ের বহুল প্রতীক্ষিত ‘লিও’ ১৯ অক্টোবর মুক্তি পায়। লোকেশ কানাগারাজের লেখা ও পরিচালনায় এতে বিজয়কে ‘রাফ এন্ড টাফ’ অবতারে দেখানো হয়েছে। এতে বিজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন ত্রিশা কৃষ্ণান। ১৫ বছর পর এই জুটি ফের পর্দায় হাজির হলেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস