ময়মনসিংহ জেলার নামকরণের ইতিহাস
ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে ঐতিহাসিকদের বিভিন্ন মতামত রয়েছে। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহের জন্য এই অঞ্চলে নুসরতশাহী বা নাসিরাবাদ নামে একটি নতুন রাজ্য প্রতিষ্ঠা করেন। মুসলিম যুগের উৎস হিসেবে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কোথাও নাসিরাবাদ নামের উল্লেখ নেই।
১৭৭৯ খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেলের মানচিত্রে ‘মমসিং’ নামটি বর্তমান ‘ময়মনসিংহ’ অঞ্চলকে নির্দেশ করে। এর আগে আইন-ই-আকবরীতে ‘মিহামানশাহী’ ও ‘মনমনিসিংহ’ সরকার বাজুহার পরগণা নামে পরিচিতি লাভ করে; যা পরবর্তীতে বর্তমান ময়মনসিংহ হিসেবে বিবেচিত হয়। এই বিবেচনায় সম্রাট আকবরের রাজত্বের আগে থেকেই ময়মনসিংহ নামটি প্রচলিত ছিল।
ব্রিটিশ শাসনামলে জেলাটি প্রতিষ্ঠিত হলে ময়মনসিংহ অঞ্চলের ধনী জমিদাররা জেলার নামকরণের জন্য ময়মনসিংহ সরকারের কাছে আবেদন করেন এবং সরকার তা গ্রহণ করে। আবার অনেকে মনে করেন, সম্রাট আকবরের প্রধান সেনাপতি মান সিংহের নামানুসারে ময়মনসিংহের নামকরণ করা হয়েছিল। বারো ভূঁইয়াদের প্রধান ঈশা খাঁকে পরাজিত করার জন্য সম্রাট আকবর তাঁর সেনা প্রধান মান সিংকে এই অঞ্চলে পাঠান।
মান সিং ময়মনসিংহে একটি ঘাঁটি স্থাপন করেন। মান সিং পরে ঈশা খানের কাছে পরাজিত হন। তবে এই স্থানের ইংরেজি নাম ময়মনসিংহ; এ অঞ্চলের নামকরণ সম্পর্কে কিছুটা ধারণা দেন। ইংরেজী শব্দ My মানে আমি, Men মানে মানুষ, Sing(h)মানে গান। সাংস্কৃতিক অঙ্গনে এ অঞ্চলের মানুষ অনেক সমৃদ্ধ ছিল। ইংরেজরা তাদের শাসনামলে এই এলাকার নামকরণ এইভাবে করেছিল।